ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ৩৬ বাংলাদেশি তরুণকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এসব তরুণকে হস্তান্তর করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

দেশে ফেরত আসা তরুণেরা হলেন– আশরাফুল, নয়ন, ঝনটু, তপন, শহিদুল, সাইদুল, রিপন আলী, কালু মন্ডল, শিয়াবুল, বিল্লাল, জাহিদুল, জনি, বাবুল, মিঠুন, জাহিদুল, সিপন, মিলন, স্বপন, শফিকুল, হারুন অর রশিদ, ফেরদৌস, মনিরুল, সুজন, খায়ের, রাব্বী, রাজু, রতন, হান্নান, রবিউল, জিয়াউর, হর্ন, লিটন, রফিকুল, রুজেন, আরিফুল ও মনিরুল। এসব তরুণের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরের বিভিন্ন এলাকায়।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ওই ৩৬ তরুণ বিনা পাসপোর্টে ভারতে যান। হোটেলে ও ইটভাটায় অবৈধভাবে কাজ করার সময় তারা ভারতের কেরালা পুলিশের হাতে আটক হন। পরে তাদের পুলিশ কারাগারে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের ৪-১২ মাসের সাজা দেয় সে দেশের আদালত। ভারতের কেরালার ত্রিসুর শেল্টার হোমে তারা সাজাভোগ করেন। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’র মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

ওসি তরিকুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশ ওই ৩৬ তরুণকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখান থেকে তরুণদের যশোর রাইটস গ্রহণ করেছে। পরে ওই তরুণদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

Share.

Comments are closed.

Exit mobile version