বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত রেখে উচ্চ আদালতের দেয়া আদেশের প্রতিবাদে আগামীকাল রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে আজ পূর্বঘোষিত জনসমাবেশের অনুমতি না পাওয়ায় আগামী ২৯শে মার্চ বৃহস্পতিবার জনসভার তারিখ ঘোষণা করেছে দলটি। আজ নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত রেখে আপিল বিভাগের দেয়া আদেশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষোভের সঙ্গে বলছি, উচ্চ আদালতের এ আদেশে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। ন্যায় বিচার থেকে খালেদা জিয়া বঞ্চিত হয়েছেন। গণতন্ত্রকে চূড়ান্তভাবে কবর দেয়ার জন্য আজ কফিনে শেষ পেরেক মারা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সরকার আমাদের প্রভোক করে ভীন্নপথে পরিচালিত করতে চাইছে।

Share.

Comments are closed.

Exit mobile version