শি জিন পিং প্রেসিডেন্ট পূনঃনির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে তিনি চীনা নেতার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন। প্রেসিডেন্টের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন আরো বৃদ্ধি করার লক্ষ্যে আমি আপনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় আছি।’ শেখ হাসিনা বলেন, শি জিন পিং-এর বিচক্ষণ ও দৃশ্যমান নেতৃত্বের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে চীনের বিস্ময়কর অগ্রগতি বাংলাদেশ অনেক শ্রদ্ধার সঙ্গে দেখে। তিনি বলেন, ‘আপনার পুনর্নির্বাচন আপনার গতিশীল নেতৃত্বের স্বীকৃতি এবং চীনের জনগণের কাছে তা বিশ্বাসযোগ্য হিসেবে প্রতীয়মান।’ প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের প্রতি চীনের আগ্রহ ও সহযোগিতা প্রদান এবং তা অব্যাহত রাখার বিষয়টি বাংলাদেশ গভীরভাবে উপলব্ধি করে। শেখ হাসিনা চীনের বন্ধু প্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।।

Share.

Comments are closed.

Exit mobile version