এশিয়ান বাংলা ডেস্ক : ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র ‍এবং নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের নাম ঘোষণা করেছে সরকার। সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।

তবে সেরা পরিচালকের পুরস্কারটি পাচ্ছেন অমিতাভ রেজা; আয়নাবাজির জন্য এই পুরস্কারটি যাচ্ছে তার ঝুলিতে।

সেরা অভিনেত্রার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী; আয়নাবাজিতে অভিনয়ের জন্য।

সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব) এবং কুসুম শিকদার (শঙ্খচিল)।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে চলচ্চিত্র পুরস্কারের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করে।

Share.

Comments are closed.

Exit mobile version