এশিয়ান বাংলা, ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে তাদের দাবির প্রতি সমর্থন দিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে আন্দোলনরতদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা মোকদ্দমা হলে আইনি সহায়তা দেবে বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, সরকার এ আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করে আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত করতে চায়। আলোচনার নামে সময়ক্ষেপণ করতে চায়। আমরা মনে করি শিক্ষার্থীদের এই দাবি মেনে নেয়া উচিত, এ দাবির প্রতি আমরা সমর্থন ব্যক্ত করছি। গ্রেফতারকৃতদের মুক্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, চলমান কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলন ও আন্দোলনকারীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করায় এবং পুলিশি এ হামলার সঙ্গে সশস্ত্র ক্যাডাররা যোগ দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শত শত ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, যা মানবাধিকারের লঙ্ঘন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুপ্রিমকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করে আইনশৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের শাস্তির দাবিও জানিয়েছে আইনজীবী সমিতি।

একই সঙ্গে এ ঘটনায় কোনো মামলা হলে বারের পক্ষ থেকে বিনা খরচে মামলা পরিচালনার প্রতিশ্রুতিও দেন তিনি। সমিতির সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির বিএনপিপন্থী সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আন্দোলনরতদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হলে অ্যাডভোকেট জামিউল হক ফয়সালের নেতৃত্বে ৩৫ জন আইনজীবী আইনি সহায়তা দেবে বলে জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান তারা।

Share.

Comments are closed.

Exit mobile version