এশিয়ান বাংলা, ঢাকা : চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে তারেক রহমানের টেলি কথোপকথনের একটি অডিও ঘুরছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইউটিউবে প্রকাশিত এই কথোপকথনের তারেককে এই আন্দোলনে বিএনপি সমর্থক শিক্ষকদের ভূমিকা রাখতে বলতে শোনা যায়।

বুধবার এই অডিওটি তোলা হয়; লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে আলাপের কথা স্বীকার করেছেন অধ্যাপক মামুন।

তিনি বুধবার রাতে বলেছেন, “তিনি (তারেক) কোটার আন্দোলনে সাদা দলের অবস্থান জানতে চেয়েছিলেন।”

জবাবে কী বলেছেন, জানতে চাইলে অধ্যাপক মামুন বলেন, “আমি তাকে বলেছি, সবার যা অবস্থান, আমাদেরও তাই অবস্থান। আমরা সংস্কারের পক্ষে।”

প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক নেতা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মামুন দলটির সাংস্কৃতিক ফ্রন্ট জাসাসের সভাপতি।

টেলিফোনে তারেক তাকে বলেন, “ছেলেপেলেরা যে কোটা সংস্কারের আন্দোলনটা করছে, দাবিটা তো জেনুইন। অধিকাংশ স্টুডেন্টরা, যারা মেধাবী বলে স্বীকৃত, তারা এটার সাথেই আছে, সাধারণ মানুষও আছে।

“কোটা পদ্ধতিটাকে আওয়ামী লীগ গত কয়েক বছরে নষ্ট করে দিয়েছে, এটার ইউজটা। আমার মনে হয় এটা ওদের ন্যায্য দাবি। আপনারা সাদা দলের যারা আছেন, বিশেষ করে আমাদের মনা যারা, এটাকে একটু অর্গানাইজ করে এদের একটু সাপোর্ট দিলে হয় না।”

উত্তরে মামুনকে বলতে শোনা যায়, “সাপোর্টটা দেওয়া প্রয়োজন। অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। এখন যে পরিস্থিতি অর্গানাইজ করার সময় এসেছে।”

এরপর তারেক বলেন, “তাহলে আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। আপনি একটু এগিয়ে আসেন, সবার সঙ্গে কথা বলে অর্গানাইজ করেন। আমি আরও দুই-একজনের সঙ্গে কথা বলছি। আপনি আপনার অবস্থান থেকে ভূমিকা রাখেন।”

খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক। মায়ের সঙ্গে একই মামলায় সাজাপ্রাপ্ত তারেক মুদ্রা পাচারের আরেক মামলায় দণ্ডিত।

১০ বছর ধরে সপরিবারে লন্ডনে থাকা তারেক মা কারাগারে যাওয়ার পর টেলিফোনে নির্দেশনা দিয়ে দল পরিচালনা করছেন বলে বিএনপি নেতারা জানান।

সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভিন্ন মতলব রয়েছে বলে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন।

তারেকের নববর্ষের কার্ড : বিকল্পধারা সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি কামাল হোসেন এবং এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তারেক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা কার্ড বুধবার এই তিন নেতাকে পৌঁছে দেন।

আমান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই তিন নেতাকে শুভেচ্ছা জানিয়ে বাংলা নববর্ষের কার্ড দিয়েছেন।

Share.

Comments are closed.

Exit mobile version