এশিয়ান বাংলা ডেস্ক : সিরিয়ার পূর্ব গৌতার দোমা শহরে বাশার আল আসাদ বাহিনীর রাসায়নিক হামলার জবাবে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। পৃথক ফোনালাপে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে তিন নেতা দেশটির ব্যাপারে পদপে নেয়ার বিষয়ে একমত হয়েছেন।
এদিকে রাশিয়া বলেছে, সিরিয়াকে ল্য করে যুক্তরাষ্ট্র কোনো পেণাস্ত্র ছুড়লে তারা তা গুলি করে ভূপাতিত করবে এবং পেণাস্ত্র উৎপেণের স্থলে পাল্টা হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া হবে। লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার জাসিপকিন এ কড়া হুঁশিয়ারি জানান। তিন নেতার ফোনালাপের পর মঙ্গলবার ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাসায়নিক অস্ত্র ব্যবহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা’ বহাল রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সিরিয়া ইস্যুতে হস্তপে করা। ফোনালাপে তিন নেতা একমত হন যে, সিরিয়া সরকারের রাসায়নিক হামলা খুবই নিন্দনীয়। ওই হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি যদি নিশ্চিত হয় তাহলে তা হবে নিজ দেশের জনগণের বিরুদ্ধে বাশার সরকারের নিষ্ঠুরতার আরেকটি দলিল। রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার আইনি বাধ্যবাধকতা প্রতিও এটি অবজ্ঞাস্বরূপ। পূর্ব গৌতার দোমা শহরে রাসায়নিক হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে মিত্র দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার বিষয়েও একমত হন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতারা।
যোগ দিতে পারে সৌদি আরব
রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদপে নেয়া হলে তাতে সৌদি আরব যোগ দিতে পারে বলে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিন দিনের এক সফরে তখন প্যারিসে ছিলেন মোহাম্মদ। তিনি বলেছেন, ‘আমাদের জোটের অংশীদাররা যদি প্রয়োজনীয় মনে করে, আমরা উপস্থিত থাকব।’
সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার মুখোমুখি করার জন্য কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা নিয়ে অনেক দেশই পরামর্শ করছে বলে এর আগে জানিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। তিনি বলেছেন, ‘আমাদের অবস্থান হচ্ছে, যারা এর জন্য দায়ী তাদের জবাবদিহিতার মুখোমুখি করে ন্যায় বিচার নিশ্চিত করা।’ সৌদি আরব এ ধরনের পদেেপর অংশ হবে কি না, এমন প্রশ্নের জবাব তখন এড়িয়ে গিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সিরিয়াকে ল্য করে যুক্তরাষ্ট্র কোনো পেণাস্ত্র ছুড়লে তা গুলি করে ভূপাতিত করা হবে এবং পেণাস্ত্র উৎপেণের স্থানে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার জাসিপকিন। মঙ্গলবার সন্ধ্যায় হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল মানার টেলিভিশনে তার এ মন্তব্য চারিত হয়।
জাসিপকিন জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও রাশিয়ার চিফ অব স্টাফের বিবৃতির বরাত দিয়ে এসব কথা বলছেন। আল মানারকে তিনি বলেন, ‘আমেরিকানরা যদি হামলা চালায় তাহলে তারা পেণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করবে এবং পেণাস্ত্রগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই উৎসগুলোও গুঁড়িয়ে দেবে।’ যুক্তরাষ্ট্র কোনো ‘অবৈধ সামরিক অভিযান’ চালালে ওয়াশিংটনকে তার ‘দায়িত্ব বহন’ করতে হবে বলেও সতর্ক করেছে রাশিয়া।

Share.

Comments are closed.

Exit mobile version