আমারদেশ লাইভ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৭ জন। শুক্রবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। রাজধানীর উত্তরা ও বিমানবন্দর থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শুক্রবার রাত এবং শনিবার ভোরে এ দুটি দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং নওগাঁয় দুটি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে বাস ও লেগুনা সংঘর্ষে লেগুনাযাত্রী নিহত হয়েছেন। জয়পুরহাটে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্যান্য স্থানে বাকিরা নিহত হয়েছেন। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

কিশোরগঞ্জ : রোববার সকাল ৭টার দিকে বাজিতপুর-আগরপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- সিএনজি ড্রাইভার বাজিতপুর পৌর শহরের পৈলানপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে লালন মিয়া (২৭), বকুল মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও রাহেলা ব্যাপারিপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আবদুল করিম (২৮)। কুলিয়ারচর থানার ওসি নান্নু মোল্লা জানান, ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।

নওগাঁ : দুপুরে সারাগাছী থেকে ছেড়ে আসা পোরশাগামী একটি যাত্রীবাহী বাস কুসরপাড়ায় একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। অপর দিকে সকাল ৭টার দিকে পত্নীতলায় রমজান আলী নামে এক মৎস্য চাষি ভটভটি দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন- পোরশা উপজেলা কসনা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪২), মৃত মনির উদ্দিনের ছেলে আবদুল সালাম (৫০), হিরা বেগম (৪০) ও পত্নীতলা উপজেলার পানিওড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫)। অপরজন অজ্ঞাতপরিচয় এক নারী।

মানিকগঞ্জ : রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় বাস ও লেগুনা সংঘর্ষে এক লেগুনাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ-সাতজন। নিহত মিন্টু মিয়া (২৫) ঘিওর উপজেলার উত্তর তরা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

জয়পুরহাট : শনিবার বিকালে সদর উপজেলার জয়পুরহাট-ফুলবাড়ী সড়কের গতনশহর এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফাহমিতা বেগম (২১) নিহত হয়েছেন। পহেলা বৈশাখের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন তিনি। নিহত ফাহমিতা নওগাঁর ধামইরহাট উপজেলার বীর গ্রামের পুলিশ কনস্টেবল হাবিবুর রহমানের স্ত্রী।

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলার তাড়াইল-নান্দাইল সড়কের বড়াইল বাজারে শনিবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- নান্দাইল গয়েশপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে রিপন মিয়া (২২) ও তাড়াইল উপজেলার শামুকদানী গ্রামের দ্বীপক ভৌমিকের ছেলে ঝুটন ভৌমিক (৩০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা : শনিবার দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের নতুনবাজার এলাকায় অটোরিকশা উল্টে ষষ্ঠ শ্রেণীর ছাত্র এলিন (১৩) মারা যায়। এ সময় গুরুতর আহত হয় অপর এক কিশোর। নিহত এলিন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পগইল গ্রামের তাজুরুল ইসলামের ছেলে। এদিন সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় একটি নৈশকোচের নিচে চাপা পড়ে রানজিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হন। তিনি সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজার রহমান লিটনের স্ত্রী।

গৌরনদী : ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার দুপুরে মারা গেছেন মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসা সাইফুল ইসলাম (২৫)।

কুড়িগ্রাম : রোববার বিকালে কুড়িগ্রাম-রংপুর সড়কের ছিনাই বাজারের কাছে বিদ্যুতের পোলবাহী ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩৫) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত মিজানুর লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট বাজারের আকবর আলীর ছেলে।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে বরযাত্রীর বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বড়বাড়িয়া মুন্সিপাড়া ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সুনামগঞ্জ ও তাহিরপুর : তাহিরপুর উপজেলায় শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় গণি মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত গণি মিয়া উপজেলার গাঘটিয়া করেরগাঁও গ্রামের সবুজ মিয়ার ছেলে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তফাগঞ্জ মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৪৮) উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিযালদী গ্রামের মো. চাঁন মিয়ার স্ত্রী।

Share.

Comments are closed.

Exit mobile version