এশিয়ান বাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশে আগামী নয় মাসের আমদানি কার্যক্রমের জন্য পর্যাপ্ত।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগের সর্বশেষ তথ্যে এ রিজার্ভের কথা জানানো হয়। চলতি বছর ২৯ মার্চ এ রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ আরও দশমিক ৫৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়, যা গত বছর ১১ এপ্রিলের রিজার্ভের চেয়ে দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রফতানি এবং প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স এ রিজার্ভ গড়তে সহায়তা করেছে। চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম নয় মাসে রেমিটেন্স এসেছে ১০ হাজার ৭৬১ দশমিক ২৯

মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ০৪ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০১৬-২০১৭ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল ৯ হাজার ১৯৪ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

Share.

Comments are closed.

Exit mobile version