আমারদেশ লাইভ ডেস্ক : চীন রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি গুপ্তচরবৃত্তি ঠেকাতে মান্দারিন ও ইংলিশ ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে। এর মাধ্যমে দেশটির নাগরিকরা ‘সমাজতান্ত্রিক ব্যবস্থা নিপাত যাক’-এর মতো জাতীয় নিরাপত্তার জন্য হুমকির বিষয়গুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে পারবে। রোববার চীনের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় www.12339.gov.cn নামের ওয়েবসাইটটি চালু করে। খবর এএফপির।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চীনা নাগরিক বা বিদেশির সরকারি কিংবা সামরিক কর্মকর্তাকে ঘুষ প্রদান, দাঙ্গা বাধানোর উসকানি অথবা জাতিগত বিভেদ সৃষ্টি বা ঘৃণা ছড়ানোর মতো কিছু লিখলে বা প্রচারণা চালালে এই ওয়েবসাইটে তা অবহিত করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। চীনের নিরাপত্তা শিক্ষা দিবস ১৫ এপ্রিল। এদিন উপলক্ষে নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় ‘মুখোশ পরিহিত এক বন্ধু’ শিরোনামে একটি কার্টুন প্রকাশ করেছে। ওই কার্টুন দিয়ে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার বিদেশি প্রতিনিধিকে বোঝানো হয়েছে, যিনি চীনে পশ্চিমা ধাঁচের শ্রমিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

বিদেশিদের সঙ্গে রোমান্টিক সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে হুশিয়ারি করে ২০১৬ সালেও একই ধরনের কার্টুন প্রকাশ করেছিল মন্ত্রণালয়। নতুন চালু করা ওই ওয়েবসাইটে বিদেশি গুপ্তচরের বিষয়ে তথ্য দেয়ার জন্য কোনো পুরস্কারের ঘোষণা করেনি।

Share.

Comments are closed.

Exit mobile version