এশিয়ান বাংলা ডেস্ক : লিওনেল মেসির দিক নির্দেশনা কাম্প নউয়ে প্রথম মৌসুমে নেইমারকে মানিয়ে নিতে সাহায্য করেছিল। পিএসজির এই তারকা ফরোয়ার্ড আরও জানিয়েছেন, বয়সে ৪ বছরের বড় মেসির সঙ্গে বন্ধুত্বে স্পেনে নিজের সময়টা তিনি উপভোগ করেছেন।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান টিভি নেটওয়ার্ক গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান জানান কিভাবে মেসি পরামর্শ দিয়ে তাকে সাহায্য করেছিলেন।

পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী মেসির সঙ্গে ২০১৩ সালে একটি ম্যাচের বিরতিতে আলাপচারিতার উল্লেখ করে নেইমার বলেন, “তিনি দেখলেন আমার কাঁদো কাঁদো অবস্থা কারণ প্রথমার্ধটা আমার ভালো যায়নি।”

“আমার মন খারাপ দেখে মেসি আমার সাথে কথা বলে শুরু করে, ‘তোমাকে তোমার মতোই হতে হবে। তোমার ফুটবলটা খেলো এবং ভয় পেয়ো না’।”

“পছন্দ করেন বা নাই করেন, এত বেশি তারকাদের সাথে খেলাটা আপনাকে পিছিয়ে দেবে। এটা আপনাকে কিছুটা লজ্জায় ফেলবে। কিন্তু তার সাথে কথা বলার পর আমি এগুলো ভাবা বন্ধ করে নিজের ফুটবলটা খেলতে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে শুরু করি।”

“তখন আমি চিন্তামুক্ত হয়ে শান্তি খুঁজে পেলাম। আর তার সঙ্গে দারুণ বন্ধুত্বও শুরু হলো।”

Share.

Comments are closed.

Exit mobile version