এশিয়ান বাংলা ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের অস্থায়ী একটি কার্যালয়ে ছোট একটি বিস্ফোরণ ঘটেছে। কাঠমান্ডুর বিরাটনগরে স্থাপিত ওই অস্থায়ী কার্যালয়ের এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে। এতে অস্থায়ী কার্যালয়টির কম্পাউন্ডের দেয়ালে একটি গর্ত তৈরি হয়েছে। ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এ কার্যালয়টি স্থাপন করেছিল ভারত। তারপর থেকেই এ কার্যালয়টি চালু আছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কার্যালয়টিতে কেউ ছিলেন না। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে নেপালের পুলিশ।

Share.

Comments are closed.

Exit mobile version