এশিয়ান বাংলা ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বুধবার ছোটখাটো একটি ভূমিকম্পই ঘটে গেল মিরপুরে- যখন বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে একসঙ্গে বাদ দেয়া হয়েছে জাতীয় দলের ছয় ক্রিকেটারকে! সম্প্রতিক পারফরম্যান্স যথেষ্ট ভালো না হওয়ায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন জাতীয় দলের দুই চেনা মুখ তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। তাদের সঙ্গে বাদ পড়েছেন ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও সাব্বির রহমান। এর মধ্যে শৃঙ্খলাজনিত কারণে সাব্বিরকে আগেই বাদ দিয়েছিল বিসিবি। গত বছরের চুক্তিতে ছিলেন ১৬ জন ক্রিকেটার। এবার সেটি কমিয়ে ১৩ জনে নামিয়ে আনা হচ্ছে। আগের চুক্তি থেকে রাখা হয়েছে দশজনকে- মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের সঙ্গে যোগ হবেন নতুন তিন তরুণ ক্রিকেটার। নতুন যারা কেন্দ্রীয় চুক্তিতে আসছেন, তাদের নাম পরে জানাবে বিসিবি। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কে কোন গ্রেডে থাকবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

Share.

Comments are closed.

Exit mobile version