এশিয়ান বাংলা ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৫৪ জন।

রয়টার্সের খবরে বলা হয়, রোববার সকালে কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় ওই কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই বিস্ফোরণ ঘটানো হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। কয়েক সপ্তাহ তুলনামূলক শান্ত থাকার পর কাবুলে আত্মঘাতী এ হামলা হল। ভোটার নিবন্ধন শুরু হওয়ার পর আফগানিস্তানে এটা চতুর্থ বোমা হামলার ঘটনা।

বিবিসি লিখেছে, কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, ওই ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় হেঁটে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং বিভিন্ন বাড়ির জানালা ভেঙে পড়ে। বশির আহমদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে শিশুদের নিয়ে নারীরাও এসেছিলেন পরিচয়পত্র সংগ্রহ করতে। আইএসের নিউজ এজেন্সি আমাক-এ প্রকাশিত খবরে বলা হয়, কেন্দ্রটিতে বিস্ফোরক ভর্তি বেল্ট পরে একটি আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে।

পরপর কয়েকটি বড় ধরনের হামলার পর কয়েক সপ্তাহ বিরতি দিয়ে আবারও আক্রান্ত হল কাবুল। আগের হামলাগুলোর দায় আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান স্বীকার করলেও এবারের হামলার দায় অস্বীকার করেছে তারা। এরপরই আইএসের ‘আমাক’ বার্তা সংস্থা জানায়, এই হামলা চালিয়েছে তাদের আত্মঘাতী হামলাকারী।

অক্টোবরে আফগানিস্তানে বহুল প্রত্যাশিত সংসদ ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরোধী সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটিতে অনেক বেশি সক্রিয়। আফগান সরকার তাদের শান্তি আলোচনায় বসার আহ্বান জানালেও এখনও তা শুরু হয়নি।

Share.

Comments are closed.

Exit mobile version