এশিয়ান বাংলা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসি রাজ্যের একটি রেস্টুরেন্টে নগ্ন বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার ভোরে টেনেসির নাশভিলে এলাকার একটি রেস্টুরেন্টে ওই হামলা হয়েছে। এক বিবৃতিতে মেট্রোপলিটন নাশভিলে পুলিশ বিভাগ বলছে, নাশভিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপশহর অ্যান্টিওচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে রোববার ভোর ৩টা ২৫ মিনিটে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর এএফপির।

পুলিশের মুখপাত্র ডন অ্যারন বলেন, হামলাকারীর বন্দুক ছিনিয়ে নিয়ে রক্তপাত ঠেকিয়েছেন রেস্টুরেন্টের এক গ্রাহক। বন্দুকধারীর সঙ্গে লড়াই করে বন্দুক ছিনিয়ে নেয়া ওই ক্রেতাকে ইতিমধ্যে নায়ক উপাধি দিয়েছে পুলিশ। তিনি বলেন, ‘হামলাকারী নগ্ন ছিল এবং হেঁটে পালিয়ে গেছে। জ্যাকেট পরে ঘটনাস্থল ত্যাগ করেছে হামলাকারী। ছোট চুলের এই হামলাকারী শ্বেতাঙ্গ।’

নগ্ন ওই হামলাকারী ইলিনয় রাজ্যের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং বলে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহৃত গাড়িটি রেইঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্যে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

স্ত্রীর শেষ বিদায়ে কেঁদে ফেললেন বুশ : স্ত্রী বারবারার ‘শেষ বিদায়ে’ কেঁদে ফেললেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। সাবেক এই ফার্স্ট লেডিকে শনিবার টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটির জর্জ এইচ ডব্লিউ বুশ লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের পাশে সমাধিস্থ করা হয়। এর আগে তার মরদেহ হিউস্টন গির্জায় রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। দেশটির গভর্নর, সিনেটর, সাবেক প্রেসিডেন্ট, ফার্স্ট লেডিসহ প্রায় দেড় হাজার মানুষ তাতে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামা, বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও অনুষ্ঠানে ছিলেন।

এ সময় মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য রাখেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। তার আবেগঘন বক্তব্যে ঝর ঝর করে কেঁদে ফেলেন বাবা জর্জ এইচ ডব্লিউ বুশ। বারবারা বুশের সঙ্গে তার দাম্পত্য জীবন ছিল দীর্ঘ ৭৩ বছরের। অনুষ্ঠানে হুইলচেয়ারে করে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে ঠেলে নিয়ে আসেন আরেক ছেলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। দীর্ঘ দাম্পত্য জীবনে স্ত্রী বারবারাকে যেসব প্রেমপত্র লিখেছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ, শনিবার তার একটি পড়ে শোনান জেব বুশ। এ সময়ই ভালোবাসার আবেগে কেঁদে ফেলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। এতে শুধু বক্তব্য রাখেন জেব বুশ, ‘তিনি ছিলেন আমাদের মহান শিক্ষক ও রোল মডেল। তিনি শিখিয়েছিলেন কীভাবে অর্থপূর্ণ জীবন নিয়ে বাঁচতে হয়।’

Share.

Comments are closed.

Exit mobile version