এশিয়ান বাংলা, সিডনি : বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়ার উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্রের ভবিষৎ এবং করণীয়’ শীর্ষক সেমিনার রোববার (২২ এপ্রিল) সিডনির ক্যান্টাবেরি লীগ ক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চালস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষৎ নিয়ে তথ্য বহুল বক্তব্য উপস্থাপন করেন ভয়েস অফ সিডনির মহাপরিচালক ড. নার্গিস বানু। বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়ার একে এমম আসাদজ্জামানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পলিসি ফোরামের প্রধান উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব লিয়াকত আলী স্বপন, লেবার পার্টি ল্যাকেম্বার সভাপতি মো. লুৎফুল কবির, আমরা বাংলাদেশী সংগঠনের ইব্রাহিম খলিল মাসুদ, লেবার পার্টি ক্যামসির সভাপতি হাবিব মোহাম্মদ জকি, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এসএম নিগার এলাহী চৌধুরী, সু্প্রভাত সিডনির সম্পাদক ড. ফারুক আমিন, রাজনৈতিক ব্যক্তিত্ব এমএইচ ইসমাঈল,
স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএনএম মাসুম, স্বাধীনকণ্ঠের সম্পাদক মিজানুর রহমান সুমন, নিউসাউথ ওয়েলস অ্যাসোসিয়েশনের মো. হাবিবুর রহমান। সেমিনারে কমিউনিটি, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ দশকের ছাত্রনেতা মো. রুহুল আমিন, বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি মো. মোবারক হোসেন,স্বদেশবার্তার সম্পাদক আউয়াল খান, নিউসাউথ ওয়েলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, নিউসাউথ ওয়েলস বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম শামীম, আবদুস সামাদ শিবলু, মো. রাশেদ খান, এসএম খালেদ, মো. আরিফুর রহমান, মো. জুম্মন হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন রাজু, জেবল হক জাবেদ, মো. জসিম উদ্দিন, আবদুল মজিদ, আব্দুল করিম, আনিসুর রহমান, শফিকুল ইসলাম, আবদুস সামাদ, মিজানুর রহমানসহ আরও অনেকে।

Share.

Comments are closed.

Exit mobile version