এশিয়ান বাংলা, চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সোমবার দুপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত নগর বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। খন্দকার মোশাররফ বলেন, ‘খালেদা জিয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গত নির্বাচনের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনও একতরফাভাবে করার নীল নকশা হিসেবে খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়া এবং বিএনপিকে বাইরে রেখে দেশে কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, প্রতিনিধিত্বমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। জনগণ তা হতে দেবে না। খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলন করতে নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। প্রয়োজনে সময়োপযোগী কঠোর আন্দোলনে যাবে দেশের সাধারণ জনগণ।’

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জালাল উদ্দিন মজুমদার, সদস্য সামশুল আলম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চাকসু ভিপি নাজিম উদ্দিন প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা না করলে জনগণ কখনোই সেই নির্বাচন মেনে নেবে না।’

খালেদা জিয়া কারাগারে মানবেতর অবস্থায় থেকে অসুস্থ হয়ে পড়েছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশে যদি আইনের শাসন থাকত, তাহলে তিনি আপিলের মাধ্যমে উচ্চ আদালত থেকে মুক্তি পেতেন। খালেদা জিয়াকে একা, একটি নির্জন কারাগারে রাখা হয়েছে। যেখানে থাকা-খাওয়ার তেমন ভালো সুযোগ নেই। খালেদা জিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। সরকার কোনো সুচিকিৎসা করাতে দিচ্ছে না। ইউনাইটেড হাসপাতালসহ দেশের যে কোনো উন্নত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসা নেয়ার সুযোগ দিতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে সম্প্রতি লন্ডনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তারেক জিয়া দেশে আসবেন। তবে শেখ হাসিনা যেভাবে চান, সেভাবে নয়। তারেক জিয়াকে বীরের বেশে এ দেশে ফিরিয়ে আনা হবে। এ দেশের গণতন্ত্রকামী জনগণই তাকে নিয়ে আসবে।’

কর্মিসভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র যেখানে বন্দি সেখানে নির্বাচনের প্রশ্নই আসে না। বিএনপির নির্ভরশীলতা জনগণের ওপর আর আওয়ামী লীগ নির্ভর করে বিদেশি শক্তির ওপর। সরকার যদি ভেবে থাকে কিছু পুলিশ ও র‌্যাব দিয়ে নির্বাচন করে ক্ষমতা দখল করবে, তা ভুল হবে।

সভাপতির বক্তব্যে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা যে কোনো আন্দোলনে নামতে প্রস্তুত। কেন্দ্র থেকে যদি ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগার ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়, আমরা তা সফল করতে ঝাঁপিয়ে পড়ব।’

Share.

Comments are closed.

Exit mobile version