এশিয়ান বাংলা, ঢাকা : ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার কলকাতায় এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের উদ্বোধন হবে ৩০ মে। উদ্বোধনী ম্যাচ ৪ জুন। আইসিসি টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত করেনি। শুধু উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। টুর্নামেন্টের ফাইনাল ১৪ জুলাই।

এপ্রিলের শেষদিকে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার কথা রয়েছে। আইসিসির সভায় পরবর্তী চেয়ারম্যানের নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। আইসিসি চাইছে বর্তমান প্রধান শশাঙ্ক মনোহরকেই আরেক মেয়াদে। আলোচনায় আছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট

বোর্ড (ইসিবি) চেয়ারম্যান অ্যাশলি জাইলসের নামটিও। ওয়েবসাইট।

Share.

Comments are closed.

Exit mobile version