এশিয়ান বাংলা ডেস্ক : খুব তাড়াতাড়ি সিরিয়ার কাছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রাশিয়া। গতকাল বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল সের্গেই রদস্কয় এ কথা জানান।

তিনি বলেন, রুশ বিশেষজ্ঞরা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রাখবে। খুব শিগগির সিরিয়াকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, তার প্রশিক্ষণের বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে সিরিয়াকে কোন মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে, তা স্পষ্ট করেননি জেনারেল রদস্কয়। খবর পার্স টুডের।

গত ১৪ এপ্রিল সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। ভবিষ্যতে আগ্রাসনের মুখ থেকে দেশটি যাতে নিজেকে রক্ষা করতে পারে, সে লক্ষ্যে এ চিন্তা চলছে।

Share.

Comments are closed.

Exit mobile version