এশিয়ান বাংলা, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে টহল পুলিশের সামনেই রাতের অন্ধকারে দু’টি দেশীয় ব্রান্ডের পোশাক তৈরির ছোট কারখানা ও দু’টি কম্পিউটার যন্ত্রাংশের গোডাউনে ‘লুটের’ ঘটনা ঘটেছে। কারখানা ভেঙে লুটতরাজ করে সব নিয়ে যাওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানের মালিকরা অভিযোগ করেছেন। তবে পুলিশ লুটের অভিযোগ অস্বীকার করেছে।

চারপাশের ভেঙে ফেলা দেয়ালগতকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত খিলগাঁওয়ের বাগানবাড়ি এলাকার পাঁচটি বাড়িতে একযোগে ভাঙচুর চালানো হয়। হ্যামার দিয়ে ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে সব নিয়ে যায় বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মালিকেরা।

জানা যায়, ওই পাঁচটি টিনসেড বাড়িতে চারটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এসএম এন্টারপ্রাইজ, টার্বোটেক ইঞ্জিনিয়ারিং এবং টার্বোটেক সার্ভিস লিমিডেট।

টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রতিষ্ঠানটির মালিক প্রকৌশলী রেজাউল করিম। তিনি বলেন, ‘আমি কম্পিউটার যন্ত্রাংশের ব্যবসা করি। এখানে আমার দশ লাখ টাকার বেশি মালামাল ছিল। গোডাউন ভেঙে সব নিয়ে যাওয়া হয়েছে।’

ভেতরে থাকা সব কিছু লুট হয়েছেঅপর তিনটি প্রতিষ্ঠানের মধ্যে এসএম এন্টারপ্রাইজ ও টার্বোটেক সার্ভিস লিমিডেট পোশাক কারখানা। তারা দেশীয় বিভিন্ন ব্রাণ্ডের পোশাক তৈরি করে। সেই কারখানার দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে লুটকারীরা। তারপর সব নিয়ে যায়।

রেজাউল করিম বলেন, ‘রাতে যখন ভাঙচুর চালানো হচ্ছিল, তখন এলাকার টহল পুলিশের সহায়তা চেয়েছিল আমাদের টার্বোটেক সার্ভিস প্রতিষ্ঠানটির মালিক সোহেল রানা। তখন টহল পুলিশ তাকে বলেছে, তাদের কিছু করার নেই, থানায় যোগাযোগ করুন।’

কারাখানার ভেতরে থাকা জিনিসপত্রকারখানার মালিকরা ভোরেই সেখানে চলে আসেন। এরপর বাড়ির মালিক শওকত হোসেনকে জানান। এরপর বাড়ির মালিক পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে তাদের আশ্বস্ত করেন। অবশ্য ঘটনার পর ভোরে দুই জন কনস্টেবল এসেছিল বলে জানান রেজাউল করিম। তারা বাড়ির মালিককে থানায় যেতে বলছেন। বাড়ির মালিক শওকত হোসেন বলেন, ‘আমি ঘটনার সময় গ্রামের বাড়ি শরীয়তপুরে ছিলাম। আমাকে ভাড়াটিয়ারা ফোন করে জানালো সব ভেঙে ফেলছে। আমি এখনও যাচ্ছি সেখানে।’

দেয়াল ভেঙে নিয়ে যাওয়া হয়েছে মালামালতবে লুটের ঘটনা অস্বীকার করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি বলেন, ‘লুটের কোনও ঘটনা না। ওই বাড়ির মালিক রাস্তায় জমি ছাড়েনি বলে ভাঙচুর হয়েছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

ওসির এই কথার জবাবে কারখানার মালিক রেজাউল করিম বলেন, ‘বাড়ির মালিক কি করেছেন তা সে বলতে পারবেন, কিন্তু ভাঙচুর করে আমাদের কারখানার মালামাল ভ্যানে করে কেন নিয়ে যাওয়া হলো?’

Share.

Comments are closed.

Exit mobile version