এশিয়ান বাংলা ডেস্ক : কান্না ধরে রাখতে পারছিলেন না বাংলাদেশ অধিনায়ক হরশিত বিশ্বাস। মাথা নিচু করে বসেছিলেন সবাই। শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্যালারি হঠাৎ ভুতুড়ে নিঃশব্দতায় রুপ নেয়। ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম সবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত শুরু করা বাংলাদেশের শেষটা হয়েছে হতাশায়। প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-৩ সেটে হেরে সোনালি ট্রফি হারাতে হল স্বাগতিকদের। বাংলাদেশ ২৬-২৪, ২০-২৫, ২২-২৫, ১৭-২৫ পয়েন্টে হারে। সোনালি ট্রফির সঙ্গে টুর্নামেন্টে পাঁচটি পুরস্কারের তিনটিই জিতে নিয়েছে তুর্কমেনিস্তান। বেস্ট স্পাইকার বাংলাদেশের মাসুদ হোসেন, বেস্ট ব্লকার সজিবুর রহমান, বেস্ট সেটার তুর্কমেনিস্তানের ইসকান্দেরভ, বেস্ট লিবারু একই দলের আমান্দুদিয়েভ এবং মোস্ট ভ্যাল্যুয়েবল প্লেয়ার তুর্কমে-নিস্তানের নুরিয়েভ দিদার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এমপি, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এফবিসিসিআইয়ের সফিউল ইসলাম মহিউদ্দিন, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার এমপি, ভলিবল ফেডারেশানের সভাপতি মো. আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।

‘চাপ ছিল না। ভালোই খেলেছি। শুরুটা ভালো হয়েছিল। কিন্তু শেষ দিকে এসে আর পারিনি। ওদের স্ম্যাশগুলো ফেরাতে ব্যর্থ হয়েছি। এখন সামনে ভালো খেলার প্রস্তুতি নিতে হবে’, ম্যাচ শেষে বললেন বাংলাদেশ অধিনায়ক হরশিত বিশ্বাস। এক কর্মকর্তা জানান, আসলে তুর্কমেনিস্তানের চাপটাই নিতে পারেনি বাংলাদেশ। তাছাড়া পারফরম্যান্স আপডাউন করেছে। প্রথম দিকে আপ হলেও শেষ দিকে এসে অনেক ডাউন হয়ে গেছে।’ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচকে এসব বিশেষণেই বিশেষায়িত করা যায়।

প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা চার হাজার তিনশ’। দর্শক উপস্থিতি ছিল পাঁচ হাজারের বেশি। সকালে স্থান নির্ধারণী মাচে নেপালকে ৩-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে কিরগিজস্তান।

Share.

Comments are closed.

Exit mobile version