এশিয়ান বাংলা, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তারা। ৭ মে এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখা হয়েছে। এজন্য তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা খুবই উদ্বিগ্ন। গণতান্ত্রিক পরিবেশ উন্ননে এদেশের জনগণের মতো আমরাও খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও বলিষ্ঠ নেতৃত্ব প্রত্যাশা করি। বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

Share.

Comments are closed.

Exit mobile version