এশিয়ান বাংলা, ঢাকা : সাকিব আল হাসানের চোটে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা আবদুর রাজ্জাক ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ সদস্যের প্রাথমিক দলে। সীমিত সুযোগে ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইয়াসিন আরাফাত। প্রথমবারের মতো এসেছেন প্রাথমিক দলে। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান উপেক্ষিতই থেকেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য মঙ্গলবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের মাটিতে শ্রীলংকা সিরিজের ৩২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন। চোটের জন্য দলে নেই নাসির হোসেন। আগামী রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। জুনের শেষদিকে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি ২০-র পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান ও আবদুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Share.

Comments are closed.

Exit mobile version