এশিয়ান বাংলা ডেস্ক : অনিশ্চয়তার দোলাচলে ঘুরপাক খাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠক। যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে বেশি জোরাজুরি করলে ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক বাতিল করবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জেরে সিউলের সঙ্গে বুধবারের শীর্ষপর্যায়ের সংলাপ স্থগিত করেছে পিয়ংইয়ং। দেশটি বলেছে, এই সামরিক মহড়া বিভক্ত কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি। খবর বিবিসি ও এএফপির।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বহুপ্রতীক্ষিত ওই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া নিজেদের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করার জন্য প্রস্তুত আছে, এমন ঘোষণা দেয়ার পর ওই বৈঠকের দিনক্ষণ ঠিক হয়। কিন্তু দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ উত্তর কোরিয়া বুধবার দক্ষিণ কোরিয়া সঙ্গে মন্ত্রীপর্যায়ের বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে আগামী মাসে কিম ও ট্রাম্পের বৈঠক পরিকল্পনা মতো হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কাই গুয়ানের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের কোণঠাসা করে একতরফাভাবে আমাদের পরমাণু অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দেয় তাহলে বৈঠকের বিষয়ে আমাদের আর কোনো আগ্রহ থাকবে না এবং সেক্ষেত্রে আসন্ন ডিপিআরকে-ইউএস শীর্ষ সম্মেলন আমরা গ্রহণ করব কিনা তা পুনর্বিবেচনা করে দেখতে হবে।’ ডিপিআরকে বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া উত্তর কোরিয়ার দাফতরিক নাম।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘ম্যাক্স থান্ডার’ ১৪ মে থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে, যা ২৫ মে পর্যন্ত চলার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের সময়ই আকাশ যুদ্ধের এই মহড়াটি হওয়ার কথা ছিল। কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন দিকে মোড় নিতে থাকায় ওই সময় মহড়াটি স্থগিত করা হয়েছিল।

কেসিএনএ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ম্যাক্স থান্ডার মহড়াকে একটি উসকানি হিসেবে অ্যাখ্যা দেয়। বার্তা সংস্থাটি বলেছে, ‘উত্তর কোরিয়ার এখন সংলাপ বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এ সামরিক উসকানি দেয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আরও সতর্ক আলোচনা করা উচিত।’ দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান সামরিক মহড়া পরিচালনাকারী মার্কিন সামরিক সদর দফতর পেন্টাগন জানিয়েছে, তারা নিয়মিত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এ মহড়া চালাচ্ছে।

পিয়ংইয়ংয়ের সতর্কতার পরও মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, তারা আগামী ১২ জুন পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুরে বৈঠকটি করতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার ন্যুয়ের্ট সাংবাদিকদের বলেন, কিম জং উন এর আগে বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোঝেন। আমরা বৈঠকের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাব।

Share.

Comments are closed.

Exit mobile version