এশিয়ান বাংলা ডেস্ক : মালয়েশিয়ার সদ্য কারামুক্ত প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হবে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। তিনি বলেন, তার প্রত্যাশা, শত শত কোটি ডলার দুর্নীতির মামলায় খুব শিগগিরই কারাগারে যাবেন নাজিব। বৃহস্পতিবার এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বুধবার কারাগার থেকে মুক্তির একদিন পরই এ সাক্ষাৎকার দেন আনোয়ার। ২০১৫ সাল থেকে কারারুদ্ধ ছিলেন তিনি। সমকামিতা ও দুর্নীতির অভিযোগে নাজিবই তাকে কারাগারে পাঠিয়েছিলেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার নিজের মন্ত্রিসভার গঠন নিয়ে অফিসে ব্যস্ত সময় পার করছেন মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রীর পাশাপাশি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করবেন তিনি। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তার মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। পাশাপাশি নারী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। চলতি সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বাকি মন্ত্রীদেরও নিয়োগও সম্পন্ন হবে, জানান মাহাথির।

শিগগিরই আবার রাজনীতিতে ফিরে আসবেন বলে সাক্ষাৎকারে জানান আনোয়ার। তিনি বলেন, ‘আমাকে কয়েকটা মাস সময় দিন। এমপি হিসেবে আমি ফিরে আসছি। এখন এটাই প্রথম কাজ।’ নির্বাচনের এই নাটকীয় জয়ে কারারুদ্ধ আনোয়ারের ভাগ্যের মোড় ঘুরে যায়। কারাবন্দি থেকে ৯২ বছর বয়সী মাহাথিরের উত্তরসূরি হতে যাচ্ছেন তিনি। পাকাতান হারাপানের জয় বিপদে ফেলে দিয়েছে নাজিবকে। ওয়ানএমডিবি নামের তহবিলের কয়েকশ’ কোটি ডলার পকেটে ঢোকান বলে অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে। এ নিয়ে কঠোর আইনি লড়াইয়ের মুখে রয়েছেন তিনি। সাক্ষাৎকারে আনোয়ার বলেন, ‘দু’দিন আগে তিনি যেখানে ছিলেন (কারাগার) শিগগিরই সেখানেই যাবেন নাজিব। তিনি জানান, ‘দুর্নীতির মামলায় নিশ্চিত অভিযুক্ত হবেন তিনি।’

Share.

Comments are closed.

Exit mobile version