এশিয়ান বাংলা, লন্ডন : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ২১ মে সোমবার যুক্তরাজ্য বিএনপির আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় | যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে।

এই সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার বক্তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, অবৈধ সরকার জেল-জুলুম ও নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মা দেশনেত্রী বেগম জিয়া কারা মুক্ত না হয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হবে না।

কয়ছর এম আহমেদ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। গুম খুনের নায়ক এই দুর্নীতিবাজ সরকারের সময় শেষ হয়ে আসছে। তিনি বলেন, আওয়ামীলীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগনের মধ্যে ফিরিয়ে আনব।

মানব বন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক গোলাম রব্বানী সোহেল, সাবেক উপদেষ্টা সিলিসিটর ইকরামুল হক মজুমদার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র সদস্য মিছবাউজ্জামান সোহেল, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ শাহীন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক সিলিসিটর নাসের খান অপু, যুক্তরাজ্য বিএনপির সাবেক কোশাদক্ষ আব্দুস সাত্তার, সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সদস্য সালেহ গজনবী, হাবিবুর রহমান, সাসেক্স বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ শামিম আহমেদ, এনফিল্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হক, কেন্ট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, বিএনপিনেতা আসাদুজ্জামান আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, এম এ তাহের, মোঃ জিয়াউর রহমান, নজরুল ইসলাম মাসুক, মো: মঈনুল ইসলাম, মোঃ লাল মিয়া, মো: মাকসুদুল হক, শাকিল আহমদ, ফজলে রহমান পিনাক, দেলোয়ার হোসেন, আরিফুল হক, আব্দুস সামাদ রাজ, হাসান জাহেদ, চেরাগ আহমদ, নুরুল আফসার, কামরুন ইসলাম, তারেকুল হোসেন, মুনীর চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর এ আলাম সোহেল, লন্ডন মহানগর জাসাসের সভাপতি বদরুল ইসলাম, নিউহাম বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, বাকি বিল্লাহ, আক্তার হোসেন শাহিন, শাজাহান আহমেদ, নুরুল আলী রিপন, মোশারফ হোসেন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সম্পাদক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সাবেক ছাত্রদল নেতা জোবায়ের আহমেদ শিশির, আনোয়ার পারভেজ তালুকদার, মো. জাহানুর হোসাইন জুয়েল, অলিউর রহমান, সাদেক আহমেদ, লাকি আহমেদ, সর্দার মোহাম্মদ মারুফুর রহমান, আবদুর রহিম, ইমতিয়াজ এনাম তানিম, পারভেজ কবির, মাহবুবুর রহমান, মনির আহমেদ, আলমগির শেখ প্রমুখ।

Share.

Comments are closed.

Exit mobile version