এশিয়ান বাংলা, ঢাকা : ঢাকায় অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‌’যশোর জেলা ছাত্র ফোরাম-ঢাকা’র উদ্যোগে ঢাকাস্থ যশোর জেলার পেশাজীবীদের সম্মানে শুক্রবার (৮ রমজান) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর মালঞ্চ চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে যশোর জেলা হতে আসা ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
যশোর জেলা ছাত্র ফোরাম-ঢাকা’র সমন্বয়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের অ্যাডমিন মো. নওয়াজীস ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের কৃতি সন্তান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ.ন. আহম্মদ আলী, গোয়েন্দা বিভাগের মিডিয়া উইং ইকবাল হোসেন নয়ন, এ্যাথারটন গ্রুপের এক্সিকিউটিভ নজরুল ইসলাম, যশোর জেলা ছাত্র ফোরামের অন্যতম সংগঠক মিরাজুল ইসলাম রাজ, মাসুদ পারভেজ, সৈকত, আলোমগীর হোসেন, হাসান ওয়ালী, তানভীর আহম্মেদ, রায়হান হোসেন আপু, মনিরুজ্জামান জীবন, ফয়জুল্লাহ হিলাল, রাকিব হাসান, বুলবুল হোসাইন, সৈয়দ সাদ, মাসুম রাজা, শাওন সাকিব, ফেরদৌস, ফারুকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Share.

Comments are closed.

Exit mobile version