এশিয়ান বাংলা, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করায় সারা দেশে একদিনের বিক্ষোভ পালন করেছে ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় আল মেহেদী তালুকদার ও আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাহবাগ মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীর ২টি মোটর সাইকেল থানায় নিয়ে যায়। বিক্ষোভ মিছিলে ঢাবি শাখা ছাত্রদলের
সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ কবি জসীম উদ্দিন হল, মুজিব হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ফজলুল হক মুসলিম হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, স্যার এএফ রহমান হল, মাস্টার দা সূর্যসেন হল, মুহসীন হল, অমর একুশে হল শাখার সিনিয়র নেতারা অংশ নেন। দুপুর সোয়া দুইটায় রায় সাহেব বাজার মোড়ে রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মিছিল করে। জহির উদ্দিন তুহিন ও এমএ গাফফারের নেতৃত্বে সকালে ইত্তেফাক মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম মাহমুদ ও কদমতলী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শফিকুল আলম দারাকে আটক করে।
শাফায়েত রাব্বি আরাফাত ও সহ-সভাপতি নূর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল বিক্ষোভ মিছিল করে কল্যাণপুরে। মোক্তাদির হোসেন তরু ও মাহতাব উদ্দিন জিমির নেতৃত্বে দুপুর সাড়ে ১২টায় মৌচাকে বেসরকারি
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয় এবং ছাত্রদল নেতা সবুজকে আটক করে। এছাড়া রাজধানীতে
ঢাকা কলেজ ছাত্রদল বাটাসিগন্যাল, তিতুমীর কলেজ ছাত্রদল গুলশান-১, তেজগাঁও কলেজ ছাত্রদল কাওরানবাজারে বিক্ষোভ মিছিল করে। এছাড়া সিলেট জেলা ও মহানগর, হযরত শাহজালাল বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কুমিল্লা উত্তর-দক্ষিণ, কুড়িগ্রাম, রাজশাহী জেলা ও মহানগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জয়পুরহাট, ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর, নেত্রকোনা, যশোর, জামালপুর, চট্টগ্রাম উত্তর, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, পিরোজপুর, বরিশাল জেলা ও মহানগর, কক্সবাজার, রংপুর মহানগর ও নীলফামারী জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।

Share.

Comments are closed.

Exit mobile version