এশিয়ান বাংলা ডেস্ক : মধ্যপ্রাচ্যে নিজেদের প্রবল প্রতিদ্বন্দ্বী ইরানকে টেক্কা দিতে ইসরাইলের কাছ থেকে পরমাণু ফর্মুলা কিনছে সৌদি আরব। এর ফলে দেশটির সরকারকে পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের পরমাণু বিশ্লেষক এ তথ্য ফাঁস করেছেন।

নিউজ ওয়ান নামের এক সংবাদমাধ্যমে প্রবন্ধ লিখে এ তথ্য ফাঁস করেন তিনি। ইসরাইলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি দেশটির সঙ্গে সম্পর্ক নিবিড় করেছে রিয়াদ। অ্যামি দোর-অন নামের ইসরাইলি সামরিক বাহিনীর শীর্ষ পরমাণু বিশ্লেষক জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এসব সহযোগিতা সম্ভব হচ্ছে।

তিনি জানান, এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে। ইসরাইলি এ বিশ্লেষকের মতে, শেষ পর্যন্ত সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকতে পারে তা জানা সত্ত্বেও ইসরাইল রিয়াদকে পরমাণু তথ্য দেবে। এর কারণ সৌদি আরব যাতে পাকিস্তানের মতো দেশের কাছে না যায়।

ইসরাইল-সৌদি বেড়ে চলা সম্পর্কের কথা উল্লেখ করে অ্যামি দোর বলেন, ‘সৌদি আরব যাতে সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে এজন্য ইসরাইল রিয়াদকে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করতে চায়।’ পরমাণু অস্ত্র অর্জনের ব্যাপারে আলাপের ক্ষেত্রে এখন আর রাখঢাক করছে না রিয়াদ।

যুবরাজ মোহাম্মদ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জোবায়ের সরাসরিই বলছেন, ইরান পরমাণু অস্ত্র বানালে, সৌদি আরবও বানাবে এবং এজন্য যা যা করা দরকার তার সবই করবে তারা। সৌদি আরব এরই মধ্যে পরমাণু কর্মসূচি চালুর জন্য আমেরিকার অনুমতি চেয়েছে।

এদিকে কাতারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। কাতার যদি রাশিয়ার নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে তাহলে কাতারের বিরুদ্ধে সামরিকসহ প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার ফ্রান্সের দৈনিক পত্রিকা লে মন্ডের বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধাকে লেখা এক চিঠিতে সৌদি বাদশাহ কাতারের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে কাতারের ওপর চাপ বৃদ্ধির ম্যাত্রেঁদ্ধাকে আহ্বান জানান তিনি।

কাতার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্রয় করলে তা সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেন বাদশাহ সালমান। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের সূত্রের বরাতে চিঠিটি হাতে পেয়েছে বলে জানায় লে মন্ডে। এতে সৌদি বাদশাহ লিখেছেন, এমন পরিস্থিতিতে সৌদি আরব কাতারের এ প্রতিরক্ষাব্যবস্থা গুঁড়িয়ে দিতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। সামরিক পদক্ষেপও রয়েছে এর মধ্যে।

Share.

Comments are closed.

Exit mobile version