এশিয়ান বাংলা ডেস্ক : মিসরের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। শনিবার তিনি প্রেসিডেন্টের শপথ নেন। চলতি বছরের মার্চে দেশটির জাতীয় নির্বাচনে ৯৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন সিসি। এদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে সিসি মিসরীয়দের বড় ধরনের বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

৬৩ বছর বয়সী মিসরের সাবেক এ গোয়েন্দাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ২০১৩ সালে দেশটির নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। ওই সময় মুরসিবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিসর। এ ঘটনার এক বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়ী সিসি প্রথম মেয়াদে চার বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ শতাংশ ভোট পেয়ে আবারও নির্বাচিত হন আবদেল ফাত্তাহ আল-সিসি। যদিও নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র ৪১ শতাংশ ভোটার। গত জানুয়ারিতে সিসির শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনী প্রচারণা থেকে সরে যাওয়ার পর তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন মাত্র একজন প্রার্থী। তবে এই প্রতিযোগী সিসির প্রবল সমর্থক বলে অভিযোগ রয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় সিসির প্রধান প্রতিযোগী ও বিরোধীদলীয় এক নেতাকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই নেতার নির্বাচনী প্রচারণা টিমের ম্যানেজারকে ব্যাপক মারধর করা হয়। পরে হুমকির মুখে অন্য প্রার্থীরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।

Share.

Comments are closed.

Exit mobile version