এশিয়ান বাংলা, ঢাকা : বিশ্ব পরিবেশ দিবসে মঙ্গলবার রাজধানীতে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে যশোর জেলার শিক্ষার্থীদের অরাজনৈতিক ছাত্রকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যশোর জেলা ছাত্র ফোরাম, ঢাকা। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ ও নগর সৌন্দর্যবিদ, হেরিটেজ ক্রিয়েটিভ কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক কবি রাফেয়া আবেদীন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের বাড়ির সামনে ধানমন্ডি লেক প্রাঙ্গণের বিভিন্ন স্থানে নানান জাতের ফলজ, বনজ, ভেজষ ও ঔষধি গাছের চারা রোপন করেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে কবি রাফেয়া আবেদিন বলেন, আমাদের যশোরের শিক্ষার্থীদের উদ্যোগে রাজধানীতে এমন কর্মসূচী পালন করায় আমরা  যশোরবাসী গর্বিত।পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে সবুজ বনায়ন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র ফোরামের অ্যাডমিন নওয়াজীস ইসলাম, সংগঠনটির অন্যতম সংগঠক কৃষিবিদ বিএম আলমগীর কবীর, হাসান ওয়ালি, এজাজ আহম্মেদ বাপ্পি, শাওন মাহমুদ, মো. বিপ্লব হোসেন লিটন, মাসুম রাজা, সৈয়দ সাদ, হাসিবুর রহমান, এসকে আহসান হাবিবসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত যশোর জেলা ছাত্র ফোরামের সদস্যরা।

Share.

Comments are closed.

Exit mobile version