স্টাফ রিপোর্টার ঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সাপ্তাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৪ জুন সোমবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে।
বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল, সাবেক উপদেষ্টা সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রব্বানী সোহেল, সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, সলিসিটর ইকরামুল হক মজুমদার , সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ শাহীন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মিছবাউজ্জামান সোহেল,যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ শাহীন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক লাকি আহমেদ, মোঃ সেলিম রেজা,খুলনা জেলা বিএনপি‘র সমাজকল্যান বিষয়ক সম্পাদক মঞ্জুর হাসান,মোঃ সাকোয়াত হোসেন, সাবেক ছাত্রনেতা সুয়াইবুর রহমান, আনোয়ার পারভেজ তালুকদার, তারিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ওরফে আবুল হোসেন, মোঃ রাসেল মাহমুদ, এসএম ওমর পারভেজ, মোঃ মহিন উদ্দিন, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মজুমদার, মোঃ কবির উদ্দিন, মাহফুজুর রহমান খান, যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ নিয়ামুল হক ম্যাক্সিম, লন্ডন মহানগর যুবদলের যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, তানবীন আহমেদ, যুক্তরাজ্য যুবদলের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক শেখ নাসির উদ্দিন, মোঃ রাকিব হাসান, মোহাম্মদ ওমর ফারুক, সেলিম উদ্দিন, নওশীন মোস্তারি মিয়া সাহেব, শামসুদ্দোহা দিপু, আবদুল আলিম, মোঃ বেলাল হোসাইন পাশা, মোঃ আবদুস সামাদ, মুহাম্মদ আবদুল গনি, আবদুর রহিম, মোঃ জোবায়ের ইসলাম শিশির , বাপ্পি ওমর , মোহাম্মদ শাহজাহান প্রমূখ।
এই সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান বিক্ষোভ কর্মসূচি শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্পিকার বরবারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির জন্য ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
কয়ছর এম আহমদ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মা দেশনেত্রী বেগম জিয়া কারা মুক্ত না হয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হবে না।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে