এশিয়ান বাংলা ডেস্ক : রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হিংসাত্মক ঘৃণামূলক বিবৃতি ছড়ানোর অভিযোগে মিয়ানমারের কয়েকজন বৌদ্ধ ভিক্ষুসহ একটি গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করেছে ফেসবুক। মিয়ানমারের বৌদ্ধদের জাতীয় আন্দোলন মা বা থা’র কার্যক্রমকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর দায়ে এমন ব্যবস্থা নিয়েছে বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এএফপির।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম নিধনে দেশটির সরকারি ও সামরিক প্রচারণায় এবং উগ্রপন্থী জনগণ ফেসবুককে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ উসকে দিতে সহিংসতা শুরুর আগে থেকেই ফেসবুক প্রচারণার বড় হাতিয়ার হিসেবে ভূমিকা রেখেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে ফেসবুকের ব্যবহারের কথা এপ্রিলের প্রথম দিকে স্বীকার করে নেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেসবুকের কালোতালিকায় রয়েছে চরমপন্থী বৌদ্ধ ভিক্ষু পারামাউক্ষা ও থুসেত্তা। গত জানুয়ারিতে ফেসবুকের কালোতালিকায় যুক্ত হয় ভিক্ষুদের গুরু উইরাথু।

Share.

Comments are closed.

Exit mobile version