এশিয়ান বাংলা, লন্ডন : গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় যুুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ১০ জুন রোববার দুয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। লন্ডনের দ্য রয়েল রিজেন্সিতে (৫০১ হাই এসটি নর্থ, লন্ডন ই১২ ৬টিএইচ) এ ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কবল থেকে দেশ ও জনগণের মুক্তির জন্য মাহফিলে দোয়া করা হবে। ইফতার ও দুয়া মাহফিলে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।

Share.

Comments are closed.

Exit mobile version