এশিয়ান বাংলা ডেস্ক : শুরুতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের ৬ জনই শূন্য রানে ফিরেছেন। ডাচ মেয়েদের সর্বোচ্চ জুটিতে এসেছে ২৩ রান। স্টেরা ক্যালিস করেন ১৫, ডেনিস হানেমা ১৪। কোনো মতে ১৮ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেছে নেদারল্যান্ডস।
ডাচ মেয়েদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ২ রানে ৩ উইকেট নিয়েছেন রুমানা, ৩ রানে ৩ টি ফাহিমা। যদিও শুরুতে এক উইকেট নিয়ে আঘাত হানেন সালমা খাতুন, এরপর দুই উইকেট তুলে নেন পান্না ঘোষ।
তবে এই অল্প রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলা দৃষ্টিকটু লেগেছে। ৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৪৪ রান তোলে বাংলাদেশ।
‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আগামী ১০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।