এশিয়ান বাংলা ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া বরাবরের মতো ‘এক হৃদয় এবং এক আত্মা’ হয়ে লড়বে বলে জানিয়েছেন দলটির তারকা মিডফিল্ডার ইভান রাকিচিত।

আজ লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

১৯৯৮ সালে নিজেদের বিশ্বকাপ অভিষেকে সেমি-ফাইনালে উঠে চমক দেখিয়েছিল ক্রোয়েশিয়া। সেরা চারে হেরে পরে তৃতীয় হয়ে ফ্রান্সের আসর শেষ করেছিল দলটি। ‘টিম স্পিরিট’ ধরে রেখে লুজনিকির মঞ্চে ওঠার লক্ষ্য ফিফা টিভিকে জানান রাকিতিচ।

“আমাদের শক্তি আছে এবং আমরা মাঠে ‘এক হৃদয় ও এক আত্মার’ মত ঐক্যবদ্ধ। সেমি-ফাইনালে এসে আমরা গর্ব এবং খুশি অনুভব করছি কিন্তু আমরা এখানেই থেমে যেতে চাই না।”

“ক্রোয়েশিয়ার মতো ছোট একটি দেশের জন্য এটা অবিশ্বাস্য ফল।”

Share.

Comments are closed.

Exit mobile version