এশিয়ান বাংলা ডেস্ক : বিশ্বকাপে এখন আর ফেবারিট বলে কিছু নেই, এ ধারণাকে বাস্তবে প্রমাণ করা দলগুলোর অন্যতম বেলজিয়াম। বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজেয় দলটি চূড়ান্তপর্বেও হারেনি। ২৪ ম্যাচ অপরাজিত থাকা বেলজিয়ামের কাছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হেরেছে ব্রাজিল। তাঁদের সেমিফাইনালে উঠে আসার গল্পটা কম আশ্চর্যের নয়।

‘জি’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জেতায় সমান ৬ পয়েন্ট ছিল ইংল্যান্ড ও বেলজিয়াম। গোল ব্যবধানেও ছিল সমতা। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। তবে সেই ম্যাচটা জিতলে দুশ্চিন্তার কারণ ছিল। কারণ কোয়ার্টার ফাইনালে এই গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ব্রাজিল। তাহলে উপায়?

ইংল্যান্ড উপায় বের করে করে সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিল। কিন্তু বেলজিয়াম খেলল জয়ের জন্য এবং ম্যাচটা তারাই জিতল। তারপর শেষ ষোলোয় জাপানের বাধা পার হয়ে কোয়ার্টার ফাইনালে সেই আশঙ্কাই সত্যি হল। বেলজিয়াম মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বাকিটা ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলটিকে হারিয়ে বেলজিয়ামের সোনালি প্রজন্ম এখন সেমিফাইনালে।

Share.

Comments are closed.

Exit mobile version