এশিয়ান বাংলা ডেস্ক : গ্রুপপর্বের প্রথম দু’ম্যাচেই পাঁচ গোল করেছিলেন হ্যারি কেন। এরপর নকআউট পর্বে চার ম্যাচে মোটে এক গোল। তাতেই বাজিমাত। দল চতুর্থ হলেও রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ফাইনালে হারলেও টুর্নামেন্টজুড়ে ক্রোয়েশিয়াকে সামনে থেকে নেতৃত্ব দেয়া লুকা মডরিচ জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ফাইনালে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ক্রোট অধিনায়ক গোটা আসরে ছড়িয়েছেন মুগ্ধতা। ব্যক্তিগত সেরার লড়াইয়ে মডরিচের পেছনে থেকে বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড সিলভার বল ও ফ্রান্সের আঁতোয়া গ্রিজমান পেয়েছেন ব্রোঞ্জ বল। সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন বিশ্বকাপজয়ী ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এছাড়া সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন বেলজিয়ামের থিবো কুর্তোয়া। গোল্ডেন বুটের লড়াইয়ে কেনকে ছুঁতে রোববার ফাইনালে অন্তত হ্যাটট্রিক করতে হতো এমবাপ্পে ও গ্রিজমানকে। কিন্তু দু’জনেই পেয়েছেন একটি করে গোল। তাতেই নিশ্চিত হয়ে যায় কেনের সোনার বুট জয়। ১৯৮৬ বিশ্বকাপে গ্যারি লিনেকারের গোল্ডেন বুট জয়ের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন কেন। তার ছয় গোলের তিনটিই অবশ্য এসেছে পেনাল্টি থেকে। কেনের পর দ্বিতীয় সর্বোচ্চ চার গোল করেছেন সবমিলিয়ে পাঁচজন। চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রিজমান ও এমবাপ্পের সঙ্গে তালিকায় আছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রাশিয়ার দেনিশ চেরিশেভ। এদের মধ্যে অ্যাসিস্ট বেশি করায় গ্রিজমান সিলভার বুট ও লুকাকু পেয়েছেন ব্রোঞ্জ বুট। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কেনের মতোই ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।

Share.

Comments are closed.

Exit mobile version