এশিয়ান বাংলা, ঢাকা : উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হারে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছেন। এ বছর আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন পাস করেছেন। পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর দশ বোর্ডে অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ৭ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন। পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। ১৫ হাজার ৫৮১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ছিল ৬ লাখ ৮০ হাজার ৮৪৮ জন। তাদের মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৮৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬৩ দশমিক। ১২ হাজার ৬৮১ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version