এশিয়ান বাংলা ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অতীত কৃতকর্মের জন্য তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হেরে যাবেন।
আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে যে উদ্বেগ রয়েছে তাও তিনি নাকচ করে দিয়েছেন। শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইমরান খান বলেন, ‘অন্য দলগুলো হঠাৎ বলতে শুরু করেছে- নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না।
কারণ, জনমত জরিপগুলো বলছে, পিটিআই এগিয়ে রয়েছে। তারা আসলে তাদের ভাগ্যের লিখন দেখতে পাচ্ছেন।’
আগামী ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকা নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) দলের সমর্থক ও দেশটির মানবাধিকার কর্মীদের অভিযোগ, ইমরান খানকে জেতাতে দেশটির সেনাবাহিনী নির্বাচনের ফল ‘সাজাচ্ছে’।
পাকিস্তানে এবারের নির্বাচনকে মূলত এই দুটি দলের মধ্যে প্রতিযোগিতা বলে মনে করা হচ্ছে। বিবিসিকে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তানে আবার উত্থান ঘটানোর মিশন’ নিয়ে তার দল প্রচারণা চালাচ্ছে।
দেশটির দুর্নীতি দমনকে প্রধান নির্বাচনী নীতি হিসেবে ব্যবহার করছেন ক্রিকেটার তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া এ নেতা। তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফকে চলতি মাসের শুরুতে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির দুর্নীতি দমন আদালত।
বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে ইমরান ও সেনাবাহিনী মানিকজোড়। এ কারণে ভোটে জয়ের সুঘ্রাণ ইমরান পাইতেই পারেন।