এশিয়ান বাংলা ডেস্ক : ব্যবহারকারীদের চাপের মুখে শেষ পর্যন্ত ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপে ডার্ক মোড চালু করা শুরু করেছে গুগল। দুঃখের বিষয় হচ্ছে, ব্যবহারকারীরা এখনই নতুন ইন্টারফেইসটি পাচ্ছেন না, আপাতত কিছু ব্যবহারকারী ও ডিভাইসে ফিচারটি চালু করা হয়েছে।ডার্ক মোড ব্যবহারে অ্যাপের যে সকল ইন্টারফেইস সাদা ছিলো তা হয়ে যাবে কালো বা কালচে। ফলে চোখের ওপর চাপ কমবে, আর ওলেড বা অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে বাঁচবে ব্যাটারি ।ফিচারটি যারা এর মধ্যেই পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে অ্যাপটি চালু করলেই ডার্ক মোডের ব্যাপারে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়াও, ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপের সেটিংস থেকে জেনারেলে গিয়ে ডার্ক থিম চালু করা যাবে।ডার্ক মোড এর মধ্যে ডেস্কটপ আর আইওএস অ্যাপে চালু করা হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে, গুগলের নিজস্ব সেবার অ্যাপ গুগলের অপারেটিং সিস্টেমে সবার শেষে এই ফিচার পেতে যাচ্ছে।

Share.

Comments are closed.

Exit mobile version