এশিয়ান বাংলা ডেস্ক : পাকিস্তানে বিজয়ী ইমরান খানকে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশে প্রস্তুত বলে জানিয়েছেন ইমরানকে। টেলিফোন করে জাতীয় নির্বাচনে ইমরানের দল বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছেন মোদি। এ সময় তিনি পাকিস্তহানের জন্য শুভ কামনা জানান। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের সেন্ট্রাল মিডিয়া ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কে অগ্রগতির জন্য একটি যৌথ স্ট্রাটেজি বা কৌশল প্রণয় করা উভয় দেশের এমনটা জানিয়েছেন মোদি।
ওদিকে দিল্লিতে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ইমরান খানের সঙ্গে কথা বলেছেন মোদি। সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে উত্থান হওয়ায় ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেছেন যে, পাকিস্তানে গণতন্ত্র থাকবে অনেকটা গভীর। এ ছাড়া তিনি পুরো প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও উন্নয়নে তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। পিটিআইয়ের বিবৃতি অনুযায়ী, ফোন করার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, সংঘাতময় বিষয়গুলোর সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে। ইমরান খান আরো বলেছেন, সংঘাতের ফলে শুধু যুদ্ধ ও রক্তপাত হয়। এতে ট্রাজেডির জন্ম হয়। এটা কোনো সমাধান নয়। তিনি আরো বলেছেন, দু’দেশের ভিতরে যেসব মানুষ দারিদ্র্যের নিষ্ঠুর ফাঁদে আটকে আছে তাদেরকে মুক্ত করতে দুই দেশের সরকারকে একটি যৌথ পরিকল্পনা নেয়া উচিত।

ওদিকে পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং সোমবার ইমরান খানের সঙ্গে তার বানিগালা বাসভবনে সাক্ষাত করে অভিনন্দন জানিয়েছেন। এ সময় ইমরান খান বলেছেন, আমরা পরিবেশ রক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই।

Share.

Comments are closed.

Exit mobile version