এশিয়ান বাংলা ডেস্ক : রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্র এফ-৩৫ বিমান সরবরাহের চুক্তি বাতিল করবে বলে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের ওই হুমকির জবাবে তুরস্কের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।

সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওয়াশিংটনের সমালোচনা করে বলেছেন, তুরস্কসহ রাশিয়ার সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে

এজন্য যুক্তরাষ্ট্র এসব দেশকে সময়সীমা বেঁধে দিচ্ছে এবং চাপ সৃষ্টি করছে যার অর্থ হলো আন্তর্জাতিক অস্ত্র ব্যবসাতে যুক্তরাষ্ট্র একচেটিয়া প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু অস্ত্র ক্রেতারা মার্কিন এই চাপ উপেক্ষা করবে এবং তারা তাদের সিদ্ধান্ত মতোই কাজ করবে।

এছাড়া তুরস্কের নিরাপত্তা বিষয়ে মার্কিন সরকারের এই চাপ দুই দেশের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ। উল্লেখ্য, রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার যে চেষ্টা চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিলের হুমকি দিয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version