এশিয়ান বাংলা ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের নেতা ইমরান খানকে এবার বাসস্থান পরিবর্তন করতে হচ্ছে। নির্বাচিত হওয়ার দিনই ইমরান খান জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে থাকবেন না। তাই প্রধানমন্ত্রীর বাসভবনটিকে কোন স্কুল বা সেবামূলক প্রতিষ্ঠানের রূপ দেয়ার পরিকল্পনা করেছিলো তার দল।

নির্বাচনের পর থেকে ইমরান খান তার বানিগালার বাসভবনেই থাকছিলেন। বানিগালা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি প্রসিদ্ধ আবাসিক এলাকা। দীর্ঘদিন ধরেই এই এলাকার একটি অ্যাপার্টমেন্টে বাস করছেন ইমরান খান।

পাকিস্তানে এবারের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে ইমরান খানের দল, তিনি হবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। নির্বাচনের পরই ইমরান খানের বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করে ইসলামাবাদের পুলিশ বিভাগ। আইন অনুযায়ী নির্বাচনে বিজয়ী দলের নেতার জন্য কোন বিশেষ প্রটোকলের ব্যবস্থা নেয়ার বিধান না থাকলেও, যেহেতু ইমরান খানই হবে পরবর্তী প্রধানমন্ত্রী তাই তার জন্য ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ইতোমধ্যেই।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইমরান খান ও তার বাসভবনের চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যেহেতু এলাকাটি একটি জনবহুল আবাসিক এলাকা তাই পুরোপুরি নিরাপত্তার কড়াকড়ি আরোপ করা হলে জনগনের চলাফেরা বিঘ্নিত হবে। তাই পুলিশ বিভাগ পরামর্শ দিয়েছে, মন্ত্রীদের জন্য নির্ধারিত বিশেষ আবসিক এলাকার একটি বাড়িতে তার বসবাসের ব্যবস্থা করার জন্য।

নির্বাচনের পরই পাকিস্তান পুলিশের ডিআইজি ওয়াকর আহমেদ চোহানসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বানিগালার বাড়িতে গিয়ে ইমরান খানের সাথে দেখা করেছেন। পুলিশের পক্ষ থেকে দ্য ডন পত্রিকাকে জানানো হয়েছে, বানিগালা ও এর আশপাশের পাহাড়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইমরানের বাড়ির সামনের সড়কগুলোতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য বাড়তি ট্রাফিক পুলিশও পাঠানো হয়েছে। বানিগালা এলাকার নিকটস্থ পাহাড়গুলোতে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ইমরানের সাথে দেখা করে নিরাপত্তার বিষয়ে তাকে অবহিত করেছেন। তারা বলেছেনে, বানিগালা এলাকায় পুরোপুরি নিরাপত্তা দেয়া সম্ভব নয়। এলাকাটি চারদিকে থেকে খোলা এবং হুমকি তৈরি হলেও হতে পারে। পরে মন্ত্রীপাড়ায় তার জন্য একটি বাসভবন প্রস্তুত করার সুপারিশ করা হয়।

তবে ইমরান বলেছেন, সেখানে কোন বিলাসী বাসভবন নয়, সর্বনিম্ন মানের একটি বাসভবন যেন তার জন্য প্রস্তুত করা হয়। তবে কর্মকর্তারা বলছেন, ইমরান খান যেভাবে চাইছ্নে সেই নিম্নমানের বাস ভবনগুলোতেও প্রধানমন্ত্রীর প্রটোকল ও নিরাপত্তা জোরদার করা কঠিন। তাই বিষয়টি সুরাহা হওয়ার জন্য আরো কিছু সময় লাগবে বলে মনে করছেন তারা।

Share.

Comments are closed.

Exit mobile version