এশিয়ান বাংলা, ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. কামাল হোসেনসহ অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তারা বৈঠকও করেছেন। পরে আমার মোবাইলে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠিয়ে হুমকি দেয়া হয়- ‘ক্ষমতা তো গেল, বেরোবেন কোন দিক দিয়ে?’

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না। আমরা জনগণকে নিয়ে, তাদের ভালোবাসায় রাজনীতি করি। আমাদের মন বিশাল। আমাদের ভয় দেখাতে আসবেন না।

মন্ত্রী বলেন, ড. কামাল হোসেনরা এস কে সিনহাকে নিয়ে জুডিশিয়াল ক্যু’র চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা নস্যাৎ করা হয়েছে। একটি মহল মুসলমানবিরোধী মার্কিনিদের সঙ্গে একাট্টা হয়ে সরকার ফেলে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের আন্দোলনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দাবি মেনে নেয়ার পরও তারা সরকার পতনের ষড়যন্ত্র করেছে।

মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন প্রমুখ।

পরে আইনমন্ত্রী কসবা উপজেলার মূলগ্রাম ইউপির চারগাছ কলেজ মাঠে আরেকটি শোকসভায় যোগ দেন। সেখানে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু হবে না- এমন অবান্তর অভিযোগ তুলে এখন থেকেই বিএনপি ও তার দোসররা নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি-জামায়াতকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

মন্ত্রী বলেন, সম্প্রতি দুই ছাত্র নিহতের ঘটনায় ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংসদে পরিবহন আইন পাস করেছি। কিন্তু বিএনপি-জামায়াত ও তাদের দোসররা ওই আন্দোলনে উত্তাপ দিয়ে সরকার পতন করার অপচেষ্টা করেছিল।

মূলগ্রাম ইউপি আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি ছিলেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউছার ভূঁইয়া, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম প্রমুখ।

Share.

Comments are closed.

Exit mobile version