এশিয়ান বাংলা ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬৭ জন।

বুধবার কাবুলে শিয়া-অধ্যুষিত এলাকায় এই হামলা চালানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী হেঁটে ওই শিক্ষাকেন্দ্রে ঢুকে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে বেশির ভাগের বয়স থেকে ১৯ বছরের নিচে। তারা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। দেশটির সক্রিয় জঙ্গিগোষ্ঠী তালেবান দাবি করেছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

এর আগে দেশটিতে একাধিক হামলায় চালিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

Share.

Comments are closed.

Exit mobile version