এশিয়ান বাংলা ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলের আদিয়ামান প্রদেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সেনা ঘাঁটির একটি সামরিক গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সংঘটিত এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীর একজন সার্জেন্ট আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তুরস্ক কর্তৃক সন্ত্রাসী সংগঠন ঘোষিত পিকেকে এর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
পিকেকে হচ্ছে তুরস্কের কুর্দি গেরিলাদের একটি সংগঠন। সংগঠনটিকে তুরস্ক সরকার সন্ত্রাসী হিসেবে ঘোষণা করলেও যুক্তরাষ্ট্র তাদের মদদ দিয়ে থাকে বলে অভিযোগ করে তুরস্ক।

বিগত তিন দশকে পিকেকে সংগঠন তাদের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছে বলে দাবি করে তুরস্ক।

Share.

Comments are closed.

Exit mobile version