এশিয়ান বাংলা ডেস্ক : সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আটক করে বন্দিশিবিরে নিয়ে অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয়েছে কয়েদিদের। কারও চোখ উপড়ে, কারও খুঁচিয়ে খুঁচিয়ে চেহারা বিকৃত করা হয়েছে। এমনভাবে বিকৃত করা হয়েছে, লাশগুলো আর চেনার উপায় নেই। এভাবে হত্যা করা হয়েছে প্রায় ১১ হাজার কয়েদিকে। নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক টিভি চ্যানেল ‘চ্যানেল ফোরে’র ডকুমেন্টারি ‘সিরিয়া’স ডিসআপিয়ার্ড : দ্য কেস এগেইনস্ট আসাদ’-এর পরিচালক সারা আফসার গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে এসব তথ্য জানিয়েছেন।

বন্দিশিবিরে হত্যার পর তাদের ছবি তুলে রাখা হয়েছে। রেকর্ড হিসাবে আসাদ বাহিনীই এসব ছবি সংরক্ষণ করেছে। প্রত্যেক লাশে সংশ্লিষ্ট বন্দিশিবিরের নম্বরের সঙ্গে একটা করে নির্দিষ্ট নম্বর দেয়া হয়েছে। লাশের কোনো নাম নেই, শুধু নম্বর। নৃশংস এই হত্যাকাণ্ডের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছেন আসাদ। এ অপরাধের অবশ্যই শাস্তি হতে হবে।

Share.

Comments are closed.

Exit mobile version