এশিয়ান বাংলা, ঢাকা : সহসাই ফ্ল্যাটের চাবি হাতে পেতে যাচ্ছেন দেশের সাতটি বিভাগের সাত গ্রামের মানুষ। ‘পল্লী জনপদ’ নামের এ ফ্ল্যাট প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে ফিনিশিংয়ের কাজ। পল্লী উন্নয়ন একাডেমি মনে করছে, এ প্রকল্পের মাধ্যমে ফ্ল্যাটের চাবি হস্তান্তর হলে ২৭২টি পরিবার উন্নত বাসস্থান পাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামে আধুনিক বিভিন্ন প্রযুক্তি দিয়ে ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ভবনের সেল্‌ফ লোড কমানো এবং স্থায়িত্ব বাড়াতে ফেরো সিমেন্ট প্রযুক্তির স্লাব ব্যবহার করা হয়েছে।

এছাড়া তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখতে স্যান্ডুইচ প্যানেল নির্মিত টপফ্লোরের ছাদ ও মাটির তৈরি ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইট ব্যবহার করে পল্লী জনপদ ভবন নির্মাণ করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে ভবন নির্মাণ করায় গরমকালে তুলনামূলকভাবে ঠাণ্ডা থাকবে। তাই ড্রইং, ডিজাইন এবং আধুনিক জিনিসপত্র ব্যবহারের কারণে ভবনগুলো বানাতে বেশি সময় লেগেছে। এ প্রকল্পটি বানাতে কাজ করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেড। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ করার কারণে শতকরা এক ভাগ হারে কৃষি জমি কমছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২০১৪ সালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি একটি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পটি ২০১৪ সালের ১৯শে সেপ্টেম্বর একনেকে অনুমোদন পায়। এরপর প্রকল্পটি প্রশাসনিক অনুমোদন পায় একই বছরের ৯ই ডিসেম্বর। একনেকে অনুমোদনের সময় প্রকল্পের মেয়াদ বেঁধে দেয়া হয় ২০১৭ সালের ৩০শে জুন পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক অনুমোদন জারি দেরি হওয়ার কারণে প্রকল্পের মূল কার্যক্রম শুরু করতে এক বছর দেরি হয়।

Share.

Comments are closed.

Exit mobile version