এশিয়ান বাংলা ডেস্ক : নতুন সামরিক বিমান ঘাঁটি বানাতে যাচ্ছে কাতার। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বর্তমান আল উদেইদ বিমান ঘাঁটিকে সম্প্রসারণ করা হবে এবং তামিম বিমান ঘাঁটি তৈরি করা হবে।

একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান, কাতারে অবস্থিত আল উদেইদ হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় বিমান ঘাঁটি। যেখানে মোতায়েন রয়েছে প্রায় ১১ হাজার মার্কিন সেনা।

ঘোষণাটি এমন সময়ে দেয়া হলো, যখন প্রায় বছর ধরে উপসাগরীয় দেশসমূহ ও প্রতিবেশী দেশসমূহের মধ্যে বিবাদ চলছে। আঞ্চলিক অবরোধ চলছে কাতারে।

কিউিএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আহমেদ ইব্রাহিম আল মালকি বলেন, তামিম বিমান ঘাঁটিতে থাকবে নতুন নতুন যুদ্ধবিমান ও অত্যাধুনিক ব্যবস্থাপনা। থাকবে ফ্রান্সের রাফালে ফাইটারস, আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান, ইউরোপের যুদ্ধবিমান টাইফুন এবং অন্যান্য উন্নত যুদ্ধবিমান। নির্দেশনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যভহার করা হবে সর্বাধুনিক রাডার ও যোগাযোগ ব্যবস্থা। বাহিনী নতুন ধরণের পদ্ধতি ও ব্যবস্থাপনা পুনর্গঠনে কাতারের বিমান বাহিনী কাজ করবে।

Share.

Comments are closed.

Exit mobile version